টিসিবির ডিলারকে জরিমানা

নওগাঁর রাণীনগর উপজেলার সদরে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলার জাকির হোসেনের ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সদরের সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে টিসিবির পণ্য বিক্রি করছিলেন এই ডিলার। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো। অর্থদন্ডপ্রাপ্ত ডিলার জাকির হোসেন উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ্বর গ্রামের মটর শাহার ছেলে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো জানান, উপজেলার সদর বাজারে টিসিবির পণ্য সবগুলো বিক্রি না করে ডিলার জাকির হোসেন অন্যত্র নিয়ে যাচ্ছিলো। ঘটনাটি নজরে আসলে সাথে সাথে গাড়ী আটক করে অনিয়মের দায়ে ভোক্তা অধিকার আইনে ডিলার জাকির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশা পাশি বরাদ্ধকৃত পন্যগুলো খোলা বাজারে জনতার মাঝে বিক্রির জন্য নির্দেশনা দেয়া হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *