ঝিনাইদহ পৌরসভার মেয়র ময়লা ফেলার ড্রাম প্রদান করেছেন ইয়োথ সোসাইটির হাতে


এস এম সোহান গত ৬ সেপ্টেম্বর ঝিনাইদহ ইয়োথ সোসাইটি ঝিনাইদহ পৌরসভাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন আধুনিক শহর হিসাবে গড়ে তোলার জন্য শহরের ৫টি স্থানে নিজেদের অর্থায়নে ডাস্টবিন স্থাপন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র সাইদুল করিম মিন্টু। ঝিনাইদহ ইয়োথ সোসাইটির কর্মীদের এই উন্নয়নমূলক কার্যক্রম দেখে ঝিনাইদহ পৌর মেয়র জনাব সাইদুল করিম মিন্টু তাদের সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অতপর ০৩ অক্টোবর পৌরসভার বিভিন্ন স্থানে পরিষ্কার পরিছন্নতা রক্ষার্থে ঝিনাইদহ ইয়োথ সোসাইটিকে ময়লা ফেলার ৮ টি ড্রাম উপহার দিয়েছেন পৌর মেয়র জনাব সাইদুল করিম মিন্টু ।ঝিনাইদহ ইয়োথ সোসাইটির পক্ষ থেকে উপহার সামগ্রী (ময়লা ফেলার ড্রাম) বুঝে নিয়েছেন মোঃ মুহিব জোয়ার্দার ও সংগঠনের অন্যান্য কর্মীগণ। মেয়র জনাব সাইদুল করিম মিন্টু বলেছেন তিনি তরুনদের সামাজিক উন্নয়ন মুলক কর্মকাণ্ডকে সমর্থন করেন। এছাড়াও ঝিনাইদহ ইয়োথ সোসাইটি এর যাবতীয় সমাজসেবা মুলক কাজে মেয়র সহোযোগিতা করবেন বলে জানিয়েছেন।