প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ১:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২১, ১১:২৭ অপরাহ্ণ
ঝিনাইদহে জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন মোঃ মজিবর রহমান
ঝিনাইদহে নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ মজিবর রহমান । এ উপলক্ষে গতকাল রবিবার সদ্য বিদায়ী জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও নবাগত জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান পরস্পরকে ফুলেল শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহনকালে নবাগত জেলা প্রশাসক মো: মজিবর রহমান বলেন, আমিও বিদায়ী জেলা প্রশাসকদের ন্যায় ঝিনাইদহ জেলার সর্বসাধারনের সার্বিক কল্যাণে কাজ করতে চাই। সকলের সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আমার মেধা ও পরিশ্রম দিয়ে ঝিনাইদহ জেলাকে দেশের একটি মডেল জেলা হিসেবে পরিগনিত করতে পারবো টাঙ্গাইলের কৃতি সন্তান ২২ তম বিসিএস প্রশাসন ক্যাডারের এ মেধাবী ও চৌকস কর্মকর্তা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এর একান্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বাগেরহাটের কচুয়া এবং বগুড়ার শাজাহানপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত