ঝিনাইদহে কোটচাঁদপুরে ৬ তলা বিশিষ্ট বিজ্ঞান ভবন উদ্ভোধন করেন, এমপি চঞ্চল

সরকারি কলেজ সমূহ বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের অধীনে” ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারী কে এম এইচ ডিগ্রি কলেজ (৬ তলা) একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর ) সকাল ১১ টার দিকে সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ -৩ (কোটচাঁদপুর -মহেশপুর ) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল। জানা যায়, বর্তমান সরকারের সরকারি কলেজ সমুহে বিজ্ঞান শিক্ষার মান উন্নয়ন প্রকল্পের আওতায় কোটচাঁদপুর সরকারী কলেজে ২০১৮-১৯ অর্থ বছরে ৬ কোটি টাকা ব্যয় নির্মাণে কোটচাঁদপুর সরকারী কলেজে এ ছয়তলা বিশিষ্ট ভবন নির্মানের কার্যাদেশ দেওয়া হয়। সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর অনুতোষ কুমার এর সভাপতিত্বে ও সহকারী অপাধ্যক্ষ হাবিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন , পৌরসভার মেয়র জাহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, উপজেলা আওয়ামীলীগের সিনিঃ সহসভাপতি নুরুল ইসলাম খান বাবলু,পৌর আওয়ামী লীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, যুগ্ম আহবায়ক সহিদুজ্জামান সেলিম, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুল আলম,ইউপি চেয়ারম্যান নওশের আলী, মিজানুর রহমান খান, প্রমূখ। এসময় ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগের নেতৃবন্দ ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *