ঝালকাঠির নলছিটিতে শিমুলতলা সড়কে বাস চাপায় স্কুল ছাত্র সহ নিহত ২ জন

ঝালকাঠি জেলার নলছিটিতে ঘাতক বাসের চাপায় স্কুলছাত্রসহ ১ জন ভ্যানচালকের অকালে প্রান হারানো ঘটনা ঘটেছে। অদ্য (১৬ মার্চ) বৃহস্পতিবার আনুমানিক সকাল সারে সাতটার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার শিমুলতলা বাজার সংলগ্ন সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল রূপাতলী থেকে ছেড়ে আসা একটি বাস দপদপিয়া জিরোপয়েন্ট পার হয়ে শিমুলতলা বাজার সংলগ্ন এলাকায় একটি ভ্যানগাড়িকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই এক স্কুলছাত্র ও ভ্যানচালক নিহত হয় এবং নিহত দু’জনই ছিলেন স্থানীয় বাসিন্দা। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত ঐ এলাকার স্থানীয় জনতা ও স্কুলেজ ছাএ-ছাএীরা ক্ষিপ্ত হয়ে প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

এসময় বরিশাল পটুয়াখালী মহাসড়কের দু’পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পরে এবং তীব্র যানযটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করেন। নলছিটি থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান জানান,স্কুলছাত্র নিহতের ঘটনায় নিহতের সহপাঠীরা ও স্থানীয় উৎসুক জনতার ক্ষুদ্ধপ্রতিক্রিয়া ও স্কুল কলেজের সামনের সড়কে স্পীড ব্রেকার দেওয়ার দাবাতে দীর্ঘ দুই ঘন্টা সড়ক অবরোধ করে রেখেছিল তাদেরকে শান্ত করার জন্য দোষীদের সঠিক বিচার করা হবে এই আশ্বাস দিয়ে অবরোধ সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন ও সড়কে আবার যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

নিহত স্কুল ছাত্রের পরিচয়, স্থানীয় জেড.এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের ছাএ (নিহত) তমাল ভট্টাচার্য(১৭)। সে এবারে এস.এস.সি পরীক্ষার্থী ছিলো বলে জানিয়েছে স্থানীয়রা অপরদিকে নিহত ভ্যানচালক (নিহত) আকাশ(১৯) ভ্যানচালক ও ভ্যানগাড়িতে করে বিভিন্ন খুচরা মালামাল বিক্রয় করে জীবিকা নির্বাহ করতেন। ভারপাপ্ত (ওসি) মু.আতাউর রহমান আরো জানান,ঘাতক বাসকে আটক করা হয়েছে এবং নিহত উভয়ের লাশ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে আসা হয়েছে ও নিহত উভয়ের পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে ময়না তদন্তসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *