জ্বালাও পোড়াও ঘটনার প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল।

 ঢাকা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন ডিপটি ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন এর দিক নির্দেশনায়,বিএনপি জামাত ঢাকায় নয়টি বাসে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৪.৩০ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে এবং বাসে আগুন দেওয়ার ঘটনার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আওয়ামী মৎস্যজীবী লীগের ঢাকা জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি করা হয়। বিক্ষোভ মিছিলটি সাভার উপজেলা চত্বর থেকে বের হয়ে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিন করে সাভারে বঙ্গবন্ধু চত্বরে এসে শেয হয়।

 

এ সময় আশুলিয়া থানা আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ বলেন, দেশের যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য সাভার উপজেলা ও আশুলিয়া থানা আওয়ামী মৎস্যজীবী লীগ সর্বদায় প্রস্তুত রয়েছেন। যারা দেশের ক্ষতি করতে চায় ও দেশের মানুষের ক্ষতি করতে চায় তারা কেউ ছাড় পাবে না। যতক্ষণ পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক সাজা না হবে আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাব। এসময় সাভার উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সভাপতি মোঃ ফেরদৌস বলেন, জ্বালাও পোড়াও ঘটনায় দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।

 

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম, সাভার উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, মোঃ আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সাকিব, আশুলিয়া থানা আওয়ামী মৎস্যজীবী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান, সাভার উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো ইমরান খান সজিব, মহিলা বিযয়ক সম্পাদক ববিতা, আশুলিয়া থানা আওয়ামী মৎস্য জীবী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন, প্রচার সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন,সমীর দে, মোঃ সোহেলসহ সাভার উপজেলা ও আশুলিয়া থানা মৎস্য জীবী লীগের নেতাকর্মীগণ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *