আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর)
প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি ৩/এ আওয়ামীলীগ এর দলীয় ফরম জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার '৭৫ পরবর্তী কারাবরণকারী ত্যাগী যোদ্ধা গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি /সাধারন সম্পাদক জননেতা শেখ মো.মোত্তাহিদুর রহমান (শিরু)। দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় শেখ মোত্তাহিদুর রহমান শিরুর কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।
এসময় তিনি গণমাধ্যমকে বলেন,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে চলা দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গোপালগঞ্জ -২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ড. শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের দিক নির্দেশনায় গোপালগঞ্জ জেলা পরিষদকে একটি আধুনিক ও মডেল গোপালগঞ্জ হিসেবে গড়ে তুলতে তিনি সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন।