আসন্ন ১৭ই অক্টোম্বর গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় এগিয়ে আছে ৪ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী কামরুল ইসলাম বাদল । ভোটারদের দিচ্ছেন নানা প্রতুশ্রুতি। নির্বাচনে তিনি বক প্রতিক নিয়ে লড়ছেন। কামরুল ইসলাম বাদল কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
কামরুল ইসলাম বাদল কে বক প্রতীক নিয়ে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন, রামশীল ইউনিয়ন, বান্ধাবাড়ি ইউনিয়ন, রাধাগঞ্জ ইউনিয়ন, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সকল (ভোটার) চেয়ারম্যান ও মেম্বরগনদের সাথে মতবিনিময় করতে দেখা গেছে। ইউনিয়নের ভোটাররা বলেন, কামরুল ইসলাম বাদল একজন ভালো মনের মানুষ। আমরা আগামি ১৭ই অক্টোম্বর কামরুল ইসলাম বাদলের বক প্রতিকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবো।
কামরুল ইসলাম বাদল গোপালগঞ্জ জেলা পরিষদের কোটালীপাড়া ৪ নং ওয়ার্ডে বিপুল ভোটে সদস্য নির্বাচিত হবে। গোপালগঞ্জ জেলা পরিষদের কোটালীপাড়া ৪নং ওয়ার্ডের সদস্য প্রার্থী কামরুল ইসলাম বাদল বলেন, ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নের সকল মেম্বারগণ (ভোটার) ও চেয়ারম্যান মহদয়গণ আমাকে সমর্থন জানিয়েছেন। আমি আশা করছি আগামী ১৭ই অক্টোম্বর তারিখ নির্বাচনে ভোটাররা বক প্রতিকে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে। বিজয়ী হয়ে ভোটারদের দেওয়া আমার সকল প্রতুশ্রুতি যথাযথভাবে পালন করবো।