গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শাহিদা সুলতানা, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাম্মী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম.হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিলন সাহা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খান উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর জেলা প্রশাসক শাহিদা সুলতানা সকলকে নিয়ে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে '৭৫ সালে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।