জেলহত্যা দিবস উপলক্ষে জাতির জনকের সমাধিসৌধে জেলা প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

আজ ৩ নভেম্বর, শোকাবহ জেলহত্যা দিবস। জেল হত্যা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এ সময় জাতীয় চার নেতা সহ ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় সেখানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি দিদারুল ইমরান সহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় রচিত হয় এই দিনে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।
Aa


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *