জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ জেলা আ.লীগের কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সহ-সভাপতি এ্যাড.আব্দুল হালিম খান, এ্যাড.মুন্সি আতিয়ার রহমান, যুগ্মসাধারণ সম্পাদক এস.এম আক্কাছ আলী, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম.বি সাইফ (বি মোল্লা), সাংগঠনিক সম্পাদক শেখ শাহাবুদ্দিন হিটু, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা তাঁতী লীগের সভাপতি শিবু জয়ধর সহ জেলা ও উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গোপালগঞ্জ কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মুফতি হাফিজুর রহমানের পরিচালনায় পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে '৭৫ সালে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সকালে জেল হত্যা দিবসকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলা আ.লীগের কার্যালয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ সহ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া জেল হত্যা দিবস উপলক্ষে সকালে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সকল অঙ্গ সংগঠন পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর তারা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা সহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মােঃ বাবুল শেখ, সাবেক সভাপতি ইলিয়াছ হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম.হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, পৌর আ.লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, যুব মহিলা লীগের সভাপতি কাজী জোনাকি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম সহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।