দামুড়হুদা উপজেলার জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যুৎ তার অপসারণ না করায়,নতুন ভবনের নির্মাণ কাজ দীর্ঘদিন যাবত বন্ধ।এই বিষয়ে প্রকল্পের ঠিকাদার আতিয়ার রহমান কে লিখিতভাবে ও তার বাসভবন দর্শনাতে গিয়ে জানানো হলে তিনি বলেন,বিদ্যুত তার অপসারণ বিদ্যুৎ অফিসের মাধ্যমে করতে হবে।অপসারণ হলেই পুনরায় ভবনের কাজ শুরু হবে।উল্লেখ্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে গত ৮/২/২০২০ ইং তারিখে নতুন চারতলা ভিত বিশিষ্ঠ এক তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলী আজগার টগর।এই ভিত প্রস্তাবিত বাজেটে দেওয়া হয়েছে বরাদ্ধ ৮০৭৫০০০/- টাকা।এর পরবর্তীতে বৃষ্টির কারণে বন্ধ থাকার পর কাজ শুরু হয়েছিল আবার তা হঠাৎ করে বন্ধ হয়ে যায়।এ ব্যাপারে জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব একরামুল হক জানান,জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন চারতলা ভবনের নির্মাণকাজ বিদ্যুৎ এর তারের জন্য থেমে আছে।বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের দুর্ঘটনা ঘটতে পারে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা,দুর্ঘটনা ঘটার আশঙ্কায় চিন্তিত এলাকাবাসী। ইতিপূর্বে মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির জি এম বরাবর তিনবার আবেদন করা হলেও সাড়া দেননি তারা।আমি হাতিকাটা পল্লী বিদ্যুৎ অফিস ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিসে বার বার আবেদন করার সত্ত্বেও কোনো আমলে নেননি তারা।বিদ্যালয়ের সামনে যে পুরাতন ভবন রয়েছে সেটিরও বেহাল দশার মধ্যে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে।তাই দ্রুতই এটি অপসারণের মাধ্যমে নতুন ভবনের কাজ শুরু করতে আমি জেলা শিক্ষা অফিসার,জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা প্রশাসক চুয়াডাঙ্গাকে এবং মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে যথাযথ পদক্ষেপ নেয়।উক্ত তার অপসারণের জন্য আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।