প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৩:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২০, ১০:৫৪ অপরাহ্ণ
জীবনের নিরাপত্তা দাবি জানিয়ে মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমার সাংবাদিক সম্মেলন
যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বুধবার প্রেসক্লাব যশোরে সাংবাদিক সম্মেলন করেছেন। মণিরামপুরের শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ নিলাম নিয়ে হামলার প্রতিবাদে তিনি ওই সংবাদ সম্মেলন করেছেন। সকাল ১১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেছেন, সন্ত্রাসীদের ক্রমাগত হুমকির কারণে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।
লিখিত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান নাজমা খানম বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের কিছু গাছ বিক্রির জন্যে মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে প্রকাশ্যে নিলাম আহ্বান করেন উপজেলা নির্বাহী অফিসার। নিলামে অংশ গ্রহণ করতে গেলে উপজেলা চেয়ারম্যানের প্রতিবেশী হাবিবুর রহমান হাবিব ও সবুজ করের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। একইসাথে তাদের একটি ঘরে আটকে রেখে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। এছাড়া, নিলামে অন্য কেউ অংশ গ্রহণ করলে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেয় সন্ত্রাসীরা।
বিষয়টি মোবাইলফোনের মাধ্যমে জানতে পেরে দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলে পৌঁছান তিনি। গাড়ি থেকে নামার সাথেই সন্ত্রাসীরা তার ব্যক্তিগত কর্মকর্তা মনিরুল ইসলাম নয়ন ও মণিরামপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সন্দীপ ঘোষকে চাইনিজ কুড়াল ও রডের পাইপ দিয়ে মারাত্মক জখম করেন। এইসময় তার ওপরও সন্ত্রাসীরা হামলা চালায় এবং তাকে লাঞ্ছিত করেন।
তিনি অভিযোগ করেছেন, ওই হামলার ঘটনায় তিনি নিজে বাদী হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে এজাহার দাখিল করতে গেলে অজ্ঞাত কারণে নথিভুক্ত করেনি পুলিশ। তিনি আরও অভিযোগ করেছেন, উপজেলা চেয়ারম্যান হওয়ার পরই একটি পক্ষ বিভিন্ন সময় তাকে জীবননাশের হুমকি, শারীরিবভাবে লাঞ্ছিত ও মানসিকভাবে আঘাত করছে। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করছে বলে দাবি করেন। তিনি তার ভাষায় স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন।।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত