আলহামদুলিল্লাহ, আজ ১৫ ই নভেম্বর জাতীয় সাংবাদিক কল্যাণ সংসদের কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষণা উপলক্ষে অধ্যাপক মোঃ মুশিউর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো। সভায় সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও সামগ্রিক কল্যাণ সাধনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। অত্র সংগঠনের খসড়া গঠনতন্ত্র ও নিবন্ধন প্রক্রিয়া এবং তৃনমুল পর্যায়ের সংবাদ কর্মীদের সুসংগঠিত ও ঐক্যবদ্ধ শক্তি হিসেবে গড়ে তুলতে সর্ব সম্মতিক্রমে নিম্ন ব্যক্তিদ্বয়ের সমন্বয়ে কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করা হয়। অত্র আহবায়ক কমিটি আগামী ছয় মাসের মধ্যে সকল জেলা কমিটি গঠন পূর্বক কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। ১/ জনাব অধ্যাপক মোঃ মুশিউর রহমান, ঢাকা, আহবায়ক। ২/ জনাব রিয়াজ উদ্দিন তালুকদার, ঢাকা, যুগ্ম আহবায়ক। ৩/ জনাব কামাল উদদীন টগর, নওগাঁ, যুগ্ম আহবায়ক। ৪/ রোটারিয়ান জনাব ফেরদৌসী আক্তার রেহানা, না'গন্জ, যুগ্ম আহবায়ক। ৫/ জনাব ডা আনোয়ার হোসেন, লক্ষীপুর, যুগ্ম আহবায়ক। ৬/ জনাব আমজাদ হোসেন, ঢাকা, যুগ্ম আহবায়ক ৭/ জনাব মশিউর রহমান , বরগুনা,যুগ্ম আহবায়ক ৮/ জনাব রাবু হোসেন সরকার, ঠাকুরগাঁও, যুগ্ম আহবায়ক ৯/ জনাব জাহেদুল ইসলাম পাপ্পু মৌলভীবাজার, যুগ্ম আহবায়ক ১০/ জনাব মিজানুর রহমান, ভোলা, যুগ্ম আহবায়ক ১১/ জনাব মোঃ জাহিদ শিকদার, ফরিদপুর, যুগ্ম আহবায়ক ১২/ জনাব শাজাহান আলী মনন, সৈয়দ পুর, যুগ্ম আহবায়ক ১৩/ জনাব মোঃ আসাদুজ্জামান নূর, গাজীপুর, যুগ্ম আহবায়ক। ১৪/ জনাব আব্দুল্লাহ আল মামুন, কুষ্টিয়া, নির্বাহী সদস্য ১৫/ জনাব সোহেল হোসেন, না' গন্জ, নির্বাহী সদস্য ১৬/ জনাব মোঃ আবু তাহের, ঢাকা, নির্বাহী সদস্য ১৭/ জনাব মাছুম হাসান আফিফ, মুন্সিগন্জ, নির্বাহী সদস্য ১৮/ জনাব নবী মাহমুদ, গাজীপুর, নির্বাহী সদস্য ১৯/ জনাব মাসুম বিল্লাহ তুহিন, কুমিল্লা, নির্বাহী সদস্য ২০/ জনাব এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও, নির্বাহী সদস্য ২১/ জনাব মাহমুদা আক্তার মালা, কিশোর গন্জ, নির্বাহী সদস্য ২২/ জনাব আকতার হোসেন, চাঁদপুর, নির্বাহী সদস্য ২৩/ জনাব মিজান বাংলা ময়মনসিংহ, নির্বাহী সদস্য ২৪/ জনাব জাকির হোসেন, সিলেট, নির্বাহী সদস্য ২৫/ বিএম উজ্জল হোসেন রনি, যশোর, নির্বাহী সদস্য ২৬/ জনাব শেখ আলতাফ হোসেন সুমন, লালমনিরহাট, নির্বাহী সদস্য ২৭/ জনাব, আলমগীর হোসেন, খুলনা, নির্বাহী সদস্য ২৮/ জনাব মশিয়ার রহমান, নীলফামারী, সদস্য ২৯/ জনাব মেহেদী হাসান শামীম, শেরপুর, সদস্য ৩০/ জনাব আরিফুল ইসলাম সজীব , সাউথ আফ্রিকা, সদস্য ৩১/ জনাব শওকত শিকদার, ঢাকা, সদস্য ৩২/ জনাব আজিজ আহমেদ, নোয়াখালী, সদস্য ৩৩/ জনাব মাসুদ রানা দুলাল, সিরাজগন্জ, সদস্য ৩৪/ জনাব মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম, সদস্য ৩৫/ জনাব এইচ এম শাহীন ওসমানী, সুনামগঞ্জ, সদস্য ৩৬/ সৈয়দ ওবায়দুল হাসান, বাগেরহাট, সদস্য ৩৭/ জনাব খায়রুল বাসার, ঢাকা, সদস্য ৩৮/ জনাব পাপলু সরকার, গাইবান্ধা, সদস্য ৩৯/ জনাব মোঃ সবুজ, বগুড়া, সদস্য। ৪০/ জনাব মফিজুর রহমান টিটু, পিরোজপুর, সদস্য ৪১/ জনাব এম এ রহিম, সিলেট, সদস্য ৪২/ জনাব খন্দকার মোঃ রেদোয়ান, বি বাড়িয়া, সদস্য ৪৩/ জনাব মোঃ মিজানুর রহমান, টাঙ্গাইল, সদস্য ৪৪/ সৈয়দ আহমেদ রাফি, নবীনগর, সদস্য ৪৫/ জনাব মোঃ সাহাবুর রহমান, দিনাজপুর, সদস্য ৪৬/ জনাব মোঃ ইসমাইল, জয়পুরহাট, সদস্য ৪৭/ জনাব মোঃ মনির হোসেন, রাঙামাটি, সদস্য ৪৮/ জনাব হাসানুল কবির, যশোর, সদস্য ৪৯/ জনাব মোঃ মিজানুর রহমান, বান্দর বন, সদস্য ৫০/ জনাব হেদায়ত উল্লাহ হাদি, ঝিনাইদাহ, সদস্য ৫১/ এস এম কামরুল হক রাসেল, চট্টগ্রাম, সদস্য সকল নেতৃবৃন্দ কে শুভেচ্ছা ও অভিনন্দন।