বাংলাদেশ কটন এসোসিয়েশন (বিসিএ) বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত, এফবিসিসিআই এর অন্তর্ভুক্ত একটি “এ ক্লাস” বাণিজ্য সংগঠন।
জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কটন এসোসিয়েশন এর পক্ষ থেকে পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার (৩০ আগস্ট) টুঙ্গিপাড়ায় বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং তার স্মরণে সেখানে দাড়িঁয়ে ১ (এক) মিনিট নিরবতা পালন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা সকলে ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
উক্ত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ কটন এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো.নুরুজ্জামান।
এসময় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট কাজী জিন্নাত আলী,
টুঙ্গিপাড়া পৌরসভার প্যানেল মেয়র কাজী ফখরুল আলম, বিসিএ-এর সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজমল হক, ইদ্রিস আলী মোল্লা, মো.শামীম আহমেদ, মো.সাঈদ তসলিম আহমেদ খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।