জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দোয়া অনুষ্ঠান

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীন বাংলার মহান স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছে। টুংগীপাড়া ও তার ব্যতিক্রম নয়। টুংগীপাড়া উপজেলা আওয়ামী লীগের এর আয়োজনে,সেদিন ঘাতকের হাতে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের, কর্নেল জামিল। খুনিদের বুলেটে সেদিন আরও প্রাণ হারান বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, শিশু বাবু, আরিফ রিন্টু খানসহ অনেকে।

ওই সময় দেশে না থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা, আরো অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দোয়া ও তবারক বিতরণ করেন। এই সময় সেখানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বদরুল আলম বদর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক বিশ্বাস, টুংগীপাড়া পৌর মেয়র শেখ মোজাম্মেল হক টুটুল , টুংগীপাড়া পৌরসভার সাবেক মেয়র এবংসাবেক টুংগীপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, টুংগীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জাহাঙ্গীর শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বীর মুক্তিযুদ্ধা গণ ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *