জাতীয় প্রতিবন্ধী ফোরামের নির্বাহী সদস্য হলেন গোপালগঞ্জের কৃতি সন্তান নাসিমা আক্তার রুবেল

জাতীয় প্রতিবন্ধী ফোরামের কার্যকরী কমিটির নির্বাহী সদস্য ও ঢাকা অঞ্চলের দায়িত্ব পেলেন গোপালগঞ্জের কৃতি সন্তান নাসিমা আক্তার রুবেল। 
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর -১৪ নম্বর সেকশনের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে কার্যকরী কমিটির নির্বাহী সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। নাসিমা আক্তার রুবেল দীর্ঘদিন যাবৎ সমাজের অসহায় প্রতিবন্ধী নারী ও শিশুদেরকে নিয়ে পূনর্বাসনের কাজ করে চলেছেন। কাজের মূল্যায়ন স্বরূপ পেয়েছেন খ্যাতি ও একাধিক পুরস্কার। সামাজিক কাজের স্বীকৃতি স্বরূপ সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে গোপালগঞ্জের শ্রেষ্ঠ সংগঠক হিসেবে ২০১৮ সালে তিনি পুরস্কৃত হন। বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নাসিমা আক্তার রুবেলের হাতে পুরস্কার তুলে দেন।
এ বিষয়ে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নাসিমা আক্তার রুবেল মহান আল্লাহ পাকের দরবারে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাসিমা আক্তার রুবেল বঙ্গবন্ধুর সহচর, গোপালগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধার সংগঠক, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এ্যাড. আবুল হাশেম সমাদ্দারের কন্যা ও গোপালগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শুক্তির সেজ বোন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *