জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ৪০ তম বিসিএস পুলিশ ক্যাডার পরিবারের শ্রদ্ধা নিবেদন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ৪০ তম বিসিএস পুলিশ ক্যাডার পরিবারের শ্রদ্ধাঞ্জলি নিবেদন।গতকাল ৪০ তম বিসিএস এর নিয়োগপ্রাপ্ত ১৯২৯ জনের গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রনালয়। এর মধ্যে সহকারী পুলিশ সুপার পদে ৭১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারগণ নতুন কর্মজীবনের এই সূচনালগ্নে আজ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।এসময় উপস্থিত ছিলেন এএসপি ফাইজুল করীম আদর,এএসপি আনোয়ারুল কবির মিতুল,সোহেল রহমান শাস্ত্রী,নাদিম হায়দার,মিজানুর রহমান,পারভেজ জনি,গোপী কিশোর রায়,ইসমেত জাহান,মারজিয়া রহমান,শারমিন রহমান,জয়া রয়,দিল আশরাফী,সোহেল রানা,আরিফ সর্দার,মেহেদী হাসান, মানস নয়ন,রবিন হালদার,আল ফাহাদ,আমিনুল ইসলাম,শফিকুল ইসলাম,আব্দুল্লাহ আল মাহমুদ,তারিকুল ইসলাম,তাসওয়ার তাঞ্জামুল হক,মাহমুদুল হক,অনিক চৌধুরী,রাজু আহমেদ,আবদুল আজিজ,জনি দেব,আবু মুসা শেখ,সঞ্জিব দেব,বায়োজিদ ইসলাম,আব্দুর রাশেদ,ঝন্টু আলী,পবিত্র হালদার,রাকিবুর রহমান,মোঃ নুরুল্লাহ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *