জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শহীদ শেখ কামালের ৭২ তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, টুঙ্গিপাড়া পৌরসভা, পৌর আওয়ামী লীগ, শ্রমিকলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে শেখ কামালের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও শেখ কামাল সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোফিদা আক্তার জোনাকি, পাটগাতী ইউপি চেয়ারম্যান মিলন মোল্যা, কাউন্সিলর কেরামত মোল্লা, শ্রমিক লীগ সভাপতি ফায়েক শেখ সহ প্রমূখ উপস্থিত ছিলেন। পরে সকাল ১০ টা ৪৫ মিনিটে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষে তার জীবনীর উপর অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। একই দিন বাদ জোহর উপজেলার সকল মসজিদে শেখ কামালের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।