জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব


আজ শুক্রবার (৬ নভেম্বর ) দুপুর ১.১০ মিনিট এর সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পগুচ্ছ অর্পন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ হাসিবুল আলম ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি জনাব মোঃ ইলিয়াস রহমান, উপজেলা নির্বাহী অফিসার জনাব এ.কে.এম হেদায়েতুল ইসলাম, গোপালগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবু আনন্দ কিশোর সাহা, টুংগীপাড়া সহকারী কমিশনার ভূমি দিদারুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন, টঙ্গীপাড়া উপজেলা শিক্ষা অফিসার জনাব কল্পনা রানী ঘোষ ও ডুমুরিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক জনাব মোঃ রইছ বিশ্বাস, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ পুষ্পস্তবক অর্পণ কালে সম্মানিত মাননীয় সচিব মহোদয় জাতির পিতার রুহের মাগফেরাত কামনা করে ফাতিহা পাঠ করেন এবং ১৫ আগস্টের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন সাপেক্ষে দোয়া ও মোনাজাত করেন। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।