জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের মাননীয় বিচারপতি জনাব ওবায়দুল হাসান ও বিচারপতি তারিকুল হাকিম ।

আজ শুক্রবার (১১ ই সেপ্টেম্বর ) শুক্রবার দুপুর ১১.৩০ এর সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর যিয়ারত করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের মাননীয় বিচারপতি জনাব ওবায়দুল হাসান ও বিচারপতি তারিকুল হাকিম । এসময় ফাতিহা পাঠ কলে বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

টুঙ্গিপাড়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের মাননীয় বিচারপতি জনাব ওবায়দুল হাসান ও বিচারপতি তারিকুল হাকিম।অবস্থানকালে তিনি জাতির পিতার সমাধি সৌধ পরিদর্শন করেন। পরে তিনি জাতির জনকের কবর জিয়ারত এবং তার পরিবারের নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব অমিত কুমার দে জেলা ও দায়রা জজ গোপালগঞ্জ, জনাব নকীব হাসান তরফদার উপজেলা নির্বাহি অফিসার টুংগীপাড়া,জনাব সুলাইমান বিশ্বাস চেয়ারম্যান টুংগীপাড়া উপজেলা পরিষদ ও সহ-সভাপতি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, জনাব এফএম নাসিম ভারপ্রাপ্ত কর্মকর্তা টুঙ্গিপাড়া থানা সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *