গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ বিমানবাহিনীর নব নিযুক্ত প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান।
সোমবার সকাল ১১ টা ৩৭ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া উপজেলা হেলিপ্যাডে অবতরণ করেন। এরপর গাড়ি যোগে বঙ্গবন্ধুর সমাধিতে পৌঁছে ১১ টা ৫০ মিনিটে জাতির পিতার সমাধি-সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় বিউগলের সুরের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সহ নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় এসএস মেইনটেনেন্স এয়ার ভাইস মার্শাল সাদ উদ্দিন আহম্মেদ, যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির অধিনায়ক এয়ার ভাইস মার্শাল কামরুল ইসলাম, অধিনায়ক (প্রশাসনিক শাখা) গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মাহাফুজ উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। পরে বিমানবহিনীর নবনিযুক্ত প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।