গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. বদরুজ্জামান।
সোমবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি তার সহধর্মিণী বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রুপা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধু’র সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজের পক্ষে সিনিয়র সহকারী জজ (জেলা লিগ্যাল এইড কর্মকর্তা) মো. নিয়াজ মাহমুদ, গোপালগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার, টুঙ্গিপাড়া থানার ওসি (তদন্ত) মো. ইসমাইল হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল, নায়েবে নাজির নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বিচারপতি মো. বদরুজ্জামান বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এবং পরিবারের সকলকে নিয়ে সমাধিসৌধ কমপ্লেক্সের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
এরপর মাননীয় বিচারপতি মো. বদরুজ্জামান গোপালগঞ্জ সার্কিট হাউসে পৌঁছালে সেখানে তাকে গোপালগঞ্জের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে'র নেতৃত্বে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আতোয়ার রহমান (জেলা ও দায়রা জজ), অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.ওসমান গনি ফুল দিয়ে অভিনন্দন জানান। পরে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ মাননীয় বিচারপতিকে হাউস অফ গার্ড প্রদান করেন।