প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৩:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ৮:৩৮ অপরাহ্ণ
জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৫ ফেব্রæয়ারি) বিকাল ৩টায় সড়ক পথে টুঙ্গিপাড়া পৌঁছে স্থানীয় দলীয় নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন তিনি। পরে বিকাল (৫.৫৫ মিনিটে) বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের, দপ্তর সম্পাদক দিলীপ বড়–য়া,শেখ হেলাল উদ্দিন এমপি,শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, সহ গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
এর আগে (দুপুর ১২.৩০ মিনিটে) তালিমপুর তেলিহাটি উচ্চবিদ্যালয় মাঠে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়াসহ পুরো জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ সফরকে ঘিরে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা। সকল কর্মসূচী শেষ করে সড়ক পথে টুঙ্গিপাড়া থেকে সন্ধা ৬.৩৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত