জাতির পিতার সমাধিতে নবগঠিত পৌর যুবলীগের পুষ্পস্তবক শ্রদ্ধা নিবেদন
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত পৌর যুবলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
১৫ এপ্রিল শুক্রবার বেলা ১১ টায় তারা জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এসময় শেখ পরিবারের সদস্য শেখ সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, যুবলীগের সভাপতি হাসান আহমেদ, সাধারণ সম্পাদক মাহমুদুল হক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৌফিক বিশ্বাস, পৌর যুবলীগের আহ্বায়ক নুরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক নাজমুল হক ও পৌর যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।