গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের মাননীয় বিচারপতি মির্জা হোসেইন হায়দার এবং হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোঃ খাইরুল আলম। রোববার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় সফরসঙ্গী হিসেবে দুই বিচারপতির সহধর্মিণী ও তাদের পরিবারের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে সকলে বঙ্গবন্ধু ও '৭৫ -এর ১৫ই আগস্টে নিহত সকলের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ওসমান গনি, সিনিয়র সহকারী জজ এইচ এম কবির হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঞ্চন কুমার কুন্ডু, সহকারী জজ নাজমুল কবির ও মহিদুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম, কিউরেটর নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তারা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও সমাধিসৌধ কমপ্লেক্সের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।