গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (জিইউজের ) নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেছেন।
গত কাল বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌছেঁ তারা জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু , যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধক্ষ্য আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আছাদুজ্জামান আছাদ , দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান নির্বাহী সদস্য সুরায়া অনু , রাজু হামিদ, শাহানাজ পারভীন এলিজ প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে তারা পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ’৭৫ -এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে সকল শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
পরে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।