জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান অপু।
গত মঙ্গলবার দুপুরে তিনি জাতির পিতার সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এসময় ফরিদপুর চিনি মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম কিবরিয়া, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, বর্নি ইউপি চেয়ারমান শফিকুল ইসলাম বাদমা প্রমূখ উপস্থিত ছিলেন।