গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কৃষিসম্প্রাসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ।
আজ দুপুর ১.০০ টায় এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ রেফাতুল হোসাইন, টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জামাল উদ্দীন প্রমূখ। শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ করে ১৯৭৫ সালে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ পরিবারের শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ভবনের সামনে ১০ (দশ) জন কৃষকের মাঝে বিনামূল্যে হিরা ধান ১২ বিতরণ করেন।