জাতির পিতার জন্মদিন উপলক্ষে কোটালীপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের শিশুদের মাঝে খাবার বিতরণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পের শিশুদের মাঝে উন্নত খাবার বিতরণ করেছেন জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দেবদুলাল বসু পল্টু। আজ বৃহস্পতিবার তিনি উপজেলার দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পের শিশুদের মাঝে উন্নত খাবার বিতরণ করেন।
এ সময় দলীয় নেতা-কর্মীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ তার সাথে ছিলেন। জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু বলেন, জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মেছিল বলেই আমরা বাংলাদেশ পেয়েছি। আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌমি একটি দেশ। তাঁর জন্যই পেয়েছি একটি লাল সবুজ পতাকা। বিশে^র মানচিত্রে অংকিত হয়েছে বাংলাদেশ নামক একটি দেশ। আজ সেই মহান নেতার জন্মদিন। তাই তাঁর জন্মদিনে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আশ্রয়ণ প্রকল্পের শিশুদের মাঝে খাবার বিতরণ করলাম।