ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সকল সরকারি কর্মকর্তা-কর্মচারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র ভাস্কর্য নির্মাণাধীনের উপর আঘাতের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত,আয়োজনে সরকারি- কর্মকর্তা ও কর্মচারি গণ। ১২-১২-২০২০ ইং তারিখে ১১টায় আওয়ামীলীগের নেতা কর্মীরা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাবেত হয়। জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান। সমাবেশে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ, মোঃ জিয়াউল হাসান মুকুল চেয়ারম্যান উপজেলা পরিষদ, হরিপুর ঠাকুরগাঁও,মোঃ আবদুল করিম উপজেলা নির্বাহী কর্মকর্তা, হরিপুর ঠাকুরগাঁও, বাবু নগেন কুমার পাল ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা,মোঃ আবদুল কাইয়ুম পুস্প ভাইস চেয়ারম্যান, হরিপুর উপজেলা পরিষদ, হরিপুর, ঠাকুরগাঁও,অধ্যক্ষ মোঃ সৈয়দুর রহমান মোসলেম উদ্দিন ডিগ্রি কলেজ, হরিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হরিপুর ঠাকুরগাঁও, মোঃ আওরঙ্গজেব অফিসার ইনচার্জ হরিপুর ঠাকুরগাঁও, মোঃ জামাল উদ্দিন প্রধান শিক্ষক হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও জেলা পরিষদ সদস্য, মোছাঃ সাবিনা ইয়াসমিন রিপা সদস্য , জেলা পরিষদ ঠাকুরগাঁও, মোঃ সেলিম রেজা তালুকদার বীর মুক্তিযোদ্ধা, মোঃ রহমত আলী যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা, মোঃ মনোয়ারুল ইসলাম রিপন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা, মোঃ আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখা, ৫ নং হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মনাবর হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ আলী,,ছাত্রলীগ,যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, তাঁতি লীগ আওয়ামীলীগের নেতা কর্মী বৃন্দ ও উপজেলার সকল সরকারি কর্মকর্তা -কর্মচারিগণ। উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ, মোঃজিয়াউল হাসাস মুকুল বলেন, জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাস বাংলার মাটিতে ঠাই হবে না। যে মানুষটির জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্র হতো না। ১৯৭১ সালে মুক্তি যুদ্ধের চেতনা ছিল অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠিত করা, একটি চক্র এখনো বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এজন্য সকল নেতা কর্মীদের সজাগ থাকবে হবে । ভবিষ্যতে যে কোন পরিস্থিতি মোকাবিলা করতে হবে। মোঃ আবদুল করিম উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,স্বাধীনতা সংগ্রামে যে মানুষটির অবদান অপরিসীম। তাকে অবমাননা করে কটুক্তি করলে বা বঙ্গবন্ধুর ভাস্কর্য' নিয়ে কেউ ব্যঙ্গ চিত্র করলে কাউকে ছাড় দেওয়া হবে না।