জাতির জনকের স্মৃতি ধন্য টুঙ্গিপাড়াবাসীর সেবায় এবার বাংলাদেশ সেনাবাহিনী ।

জাতির জনকের স্মৃতি ধন্য টুঙ্গিপাড়াবাসীর সেবায় এবার বাংলাদেশ সেনাবাহিনী । আগামীকাল ৩ রা জুন বুধবার বার দেশের সূর্য সন্তান (সেনাবাহিনী) এর উদ্যোগে জাতির জনকের স্মৃতি ধন্য টুঙ্গিপাড়াবাসীর চিকিৎসা সেবা করার জন্য নিরাপদে থেকে সব ধরনের রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা জি,টি, সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থাপন করা হচ্ছে মেডিক্যাল সেন্টার। উক্ত মেডিক্যাল সেন্টারে নিম্নবিত্ব থেকে উচ্চবিত্ব সর্বস্তরের জনগণের মধ্যে বিনামূল্যে সকল প্রকার চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। এবং সকল প্রকার ঔষধ ও বিতরণ করা হবে সম্পূর্ন বিনামুল্যে। রোগীদের নিরাপদ রাখার জন্য নিশ্চিত করা হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যপক সাড়া ফেলছে। আনন্দিত পুরো টুঙ্গিপাড়াবাসী। বিশিষ্ঠ জনেরা মনে করছেন সদ্য স্থাপিত এই মেডিক্যাল সেন্টার জাতির জনকের পূণ্য ভূমিকে সকল প্রকার প্রতিবন্ধকতা থেকে নিরাপদ রাখতে ব্যপক ভূমিকা পালন করবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *