জাকির হোসেন সভাপতি ও মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে গোপালগঞ্জ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

 বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সভায় নতুন কমিটি গঠিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসি’র আয়োজনে জেলা আইনজীবী সমিতির হল রুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমার পর পবিত্র গীতা পাঠ শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা এবং ৩রা নভেম্বর জেলহত্যা দিবসে জাতীয় ৪ নেতার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও স্মৃতিচারণ শেষে কমিটির সাধারণ সভার কাজ শুরু হয়।

জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. মনিরুল ইসলাম। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. জামিল আহমেদ -এর সঞ্চালনায় এ সভায় জজশীপ ও ম্যাজিস্ট্রেসি কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন, অফিস সহায়ক মো.রুহুল আমিন, ড্রাইভার মিকাঈল মুন্সী, জারিকারক মো.শাহ্ আলম, জারিকারক মো.এনায়েত হোসেন, প্রধান তুলনা সহকারী মো.জাহিদুল ইসলাম, স্টেনোটাইপিস্ট মো. মহিউদ্দিন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে সততার সাথে বিচারপ্রার্থী জনগণের বিচার কার্যে সহায়তা করার শপথ নেন। পরে সর্বসম্মতিক্রমে জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. জাকির হোসেন উকিলকে সভাপতি এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়া জেলা ও দায়রা জজ আদালতের প্রধান তুলনা সহকারী খন্দকার আবু সাঈদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে মোট ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *