জলিরপাড় ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সকলকে শারদীয় শুভেচ্ছা জানান সাবেক চেয়ারম্যান শ্রীমতি বিভা রাণী মন্ডল

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সকলকে শারদীয় শুভেচ্ছা জানান জলিরপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শ্রীমতি বিভা রাণী মন্ডল।

সোমবার (৩অক্টোবর) ২০২২ ইং বিকেলে উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রামের আমেরিকা প্রবাসী অনিমেষ বাড়ৈ (টাকা বাড়ির) শ্রীশ্রী সার্বজনীন দূর্গা মন্দির পূজামণ্ডপ, উত্তর, দক্ষিণ জলিরপাড়,কলিগ্রাম,বানিয়ারচর সহ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে শ্রীমতি বিভা রাণী মন্ডল সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়াও পূজা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপন করার ক্ষেত্রে পূজারীদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তাছাড়া অপ্রীতিকর যে কোনো ঘটনা এড়াতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে বলে জানান তিনি। কলিগ্রাম টাকা বাড়ি শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দিরের সামনে এসে পৌঁছলে শ্রীমতি বিভা রাণী মন্ডলকে স্বাগত জানান আমেরিকা প্রবাসী অনিমেষ বাড়ৈ এর পক্ষে প্রভাষক পলাশ বাড়ৈ, বিষ্ণু প্রিয়া বাড়ৈ, মন্দিরের পুরোহিত লক্ষ্মী চক্রবর্তী, অনির্বাণ বাড়ৈ, অনুদ্বীপ বাড়ৈসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় উপস্থিত ছিলেন, জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রকিম বৈরাগী, রঞ্জিত বালা,মন্মথ বৈরাগী, সমীর মন্ডল,অমিত শাঁখারী, সাগর বাগচি, মুকুন্দ বৈরাগী,হংস বৈরাগী, জিমি হীরা, নরেশ গোলদার,মিন্টু বাগচি ও জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *