জলিরপাড়ে নিধান মন্ডলের আয়োজনে ইফতার করলো প্রায় ২শত রোজাদার

গোটা বিশ্বে যখন জাতি-ধর্ম-বর্ণ নিয়ে চরম অশান্তি বিরাজ করছে, ঠিক তখনই মানবতার আর্দশ এক উদাহরণ তৈরি করলো গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের দক্ষিণ জলিরপাড়ের গ্রাম ডাক্তার বাবু নিধান মন্ডল ও তার পরিবার। প্রায় ২শ জন রোজাদারের ইফতারির আয়োজন করা হয় নিধান মণ্ডলের নিজ বাড়িতে। পবিত্র রমজান উপলক্ষে মুসলিমদের জন্য এই ইফতার পার্টির আয়োজন করে বাবু নিধান মন্ডল ও তার পরিবার। জানা গেছে, সোমবার ২৫ এপ্রিল-২০২২,আয়োজিত ওই ইফতার পার্টিতে সবজি,ডিম, সাদাবাদ,খাসির গোশত,ডাল, স্ন্যাকস, ফল,খেজুর,ছোলা,মিষ্টি, আপেল, আঙ্গুর ও ফলের রস এবং রমজানের বিশেষ পানীয় পরিবেশন করা হয় আগত মুসলিমদের মধ্যে।

এইসব খাবারের আয়োজন করেন হিন্দু ধর্মাবলম্বী গ্রাম ডাক্তার বিধান মণ্ডল ও তার পরিবার নিধান মন্ডল বলেন, রমজান হলো পবিত্র মাস। আর তাই রোজাদার মুসলিমদের সেবা করতে পেরে খুব খুশি আমি ও আমার পরিবার। এভাবেই তারা দেশবাসীর কাছে প্রমাণ করতে চায় যে, জাতি, ধর্ম, বর্ণ সব কিছুর ঊর্দ্ধে হলেও তারা মানুষ আর সেটাই তার আসল পরিচয়। এ আয়োজনকে ঘিরে স্থানীয় মুসলিমদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। সেই সাথে তারা জলিরপাড় ইউনিয়নে ধর্মীয় সম্প্রীতি নিয়ে উচ্চাশা পোষণ করেছেন। ইসাক নামের এক রোজাদার বলেন, ‘বছরের পর বছর ধরে জলিরপাড় ইউনিয়নের হিন্দু মুসলমানরা শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। এখানে আমরা পরস্পরের মাঝে কোন ভেদাভেদ দেখিনি। তারা (হিন্দু ধর্মাবলম্বী) ঈদ এবং বিভিন্ন উৎসবের সময় আমাদের পাশে থাকেন। আমরাও চেষ্টা করি ধর্মীয় উৎসব এবং সামাজিক অনুষ্ঠানে তাদের পাশে থাকার।

অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা আমাদের এই সৌহার্দ্য এবং সম্প্রীতি নষ্ট করতে পারে না। জলিরপাড়ের সংস্কৃতি আমাদেরকে অসভ্য হতে শিক্ষা দেয় না। এই ইফতার পার্টির আয়োজন তারই একটা বড় প্রমাণ।’ নিধান মন্ডল জানান, আগামী রমজানে আবারও এলাহিভাবে ইফতারের আয়োজন করবেন তারা। যেখানে আরও বেশি সংখ্যক মুসলিম ভাই/বোনদের ইফতারি খাওয়ানো হবে। বিধান মণ্ডল এর স্ত্রী চারুলতা জানান, প্রতিবছরই রমজান উপলক্ষে আমাদের নিজ বাড়ির চত্ত্বরে এই ইফতারের ব্যবস্থা করা হবে। এসময় উপস্থিত ছিলেন জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির কান্তি রায় ও ইউনিয়ন পরিষদের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী এবং হিন্দু ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সহ দেশের জন্য যারা জীবন দিয়ে গেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত ও দোয়া কামনা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে উপস্থিত সকলের কাছে দোয়ার আহবান করেন নিধান মন্ডল।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *