বাগেরহাটের মোল্লাহাটে জয়ডিহি বাজার কমিটির উদ্যোগে এক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় জয়ডিহি বাজারের মধুমতি রেস্তোরাঁ চত্বরে এ সভা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ। জয়ডিহি বাজার কমিটির সভাপতি মোঃ জিকরুল আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপ-পুলিশ পরিদর্শক মোঃ গিয়াস উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মোল্লাহাট শাখার সভাপতি মোঃ জাকির হোসেন বাবুল মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সাবেক ইউপি সচিব মোঃ আবু তালেব, সাবেক ইউপি সদস্য ব্যবসায়ী আবুল কালাম, মিরাজ শেখ, শ্রমিক লীগ নেতা মোস্তাফিজুর রহমান নান্টু প্রমূখ। সভা সঞ্চালনা করেন জয়ডিহি বাজার কমিটির সাধারণ সম্পাদক সায়েম।