জমি হারানো জ্ঞানহীন নুরজাহানকে সরেজমিনে দেখতে গেল পালং মডেল থানার ওসি (তদন্ত)।

 শরীয়তপুর জেলা প্রতিনিধি খোজ নিয়ে জানাযায় : শরীয়তপুর জেলার সদর উপজেলার চররোসুন্দী গ্রামের আলোচিত ঘটনা জ্ঞানহীন নুরজাহান এর জমি লিখে নেয়ার বিষয়ে খলীলুর রহমানের ছেলে ইমামউদ্দীন হাওলাদার পুলিশ সুপার শরীয়তপুর বরাবর অভিযোগ দায়ের করায় আজ দুপুরে সরেজমিনে তদন্তে আসেন পালং মডেল থানার ওসি তদন্ত ।তিনি সরে জমিনে তদন্ত করে যাওয়ার পরে নুর আলম হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদার সহ আরো কতিপয় লোক মিলে ইমাম উদ্দীন সহ তার মাকে কোপাতে আসেন এ সময় তারা আত্ন রক্ষার্থে ঘরের দরজা বন্ধ করে দেন এবং চারপাশের লোকজন এগিয়ে আসলে তারা সরে যান । উক্ত ঘটনা সম্পর্কে ওসি তদন্ত’র কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদকে বলেন আমি সরে জমিনে নুরজাহান বেগমকে দেখেছি তাকে জ্ঞান হীন অবস্থায় পেয়েছি এবং উভয় গ্রুপকে আগামি কাল সন্ধার মধ্যে পালং থানায় কাগজপত্র সহ আসার জন্য নির্দেশ দিয়েছি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

preload imagepreload image