বাগেরহাট জেলাধীন কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান শেখ নাসির উদ্দীন এর নেতৃত্বে বরাবরের ন্যায় এবারেও কোভিড ১৯ উপলক্ষে ইউনিয়ন ব্যাপী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মসজিদে মসজিদে মাইকিং এর পাশাপাশি সরকারি নির্দেশনা অনুযায়ী দোকানপাট বন্ধ রাখতে সোচ্চার রয়েছেন গজালিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা। পার্শ্ববর্তী এলাকার থেকে প্রত্যেকবারই বেশি সোচ্চার ও সতর্ক থাকতে দেখা গিয়েছে গজালিয়া ইউনিয়ন পরিষদাধীন এলাকা সমূহ। যদিও এখন পর্যন্ত গজালিয়া ইউনিয়নে কোনো ধরনের সংক্রমণের খবর পাওয়া যায়নি। তদুপরি সকাল বিকাল টহলদারি চালিয়ে যাচ্ছে গজালিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ ভায়েরা। জরুরি প্রয়োজনে মাস্ক পরিধান করে বাহিরে আসা, হাট বাজারে নিরাপদ দুরত্ব বজায় রেখে ক্রয় বিক্রয় নিশ্চিত করতে কাজ করছে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টরা লকডাউনে চিত্র টি ধারণ করা হয়েছে গজালিয়া ইউনিয়নের মাদারতলা বাজার থেকে।