জনপ্রিয় গুণী অভিনেত্রী ডলি জহুরের জন্মদিন ১৯৫৩ সালের আজকের এইদিনে জন্মগ্রহণ করেন, বাংলা নাট্য ও চলচ্চিত্র জগতের জনপ্রিয় গুণী অভিনেত্রী পর্দায় নায়ক-নায়িকাদের মায়ের ভূমিকায় অভিনয় করা মমতাময়ী মা ডলি জহুর। তার মূল নাম হামিদা বানু! অভিনয় জগতে তিনি ডলি জহুর নামে পরিচিত। তার স্বামী জহুরুল ইসলাম একজন অভিনেতা ছিলেন! ডলি জহুর 'অসাধারণ' সিনেমা দিয়ে চলচ্চিত্র পদার্পণ করেন! তার একমাত্র সন্তান রিয়াসাত অস্ট্রেলিয়ায় থাকেন, ২০০৬ সালে তার স্বামী জহুরুল ইসলাম মারা যায়! বর্তমানে ছেলের সাথে অস্ট্রলিয়ায় থাকেন। ডলি জহুর প্রায় ১৬০ টির অধিক সিনেমায় অভিনয় করেছেন! অভিনয় জগতে তিনি অধিক পরিচিত মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয় তাকে বলা হয়ে থাকে মমতাময়ী মা! তিনি ইলিয়াছ কাঞ্চন, মান্না, ওমর সানী, সালমান শাহ্, রিয়াজ, আমিন খান, শাকিল খান, শাকিব খান এসব জনপ্রিয় নায়কের সাথে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন।
মায়ের অভিনয় ছাড়াও তিনি ভাবি, স্ত্রী, বোন এর ভূমিকায় অভিনয় করেছেন! তবে মায়ের ভূমিকায় তিনি সবচেয়ে সফল। পর্দায় রিয়াজ, সালমান শাহ্ এর মায়ের ভূমিকায় ব্যক্তিগত ভাবে ভাল লাগে! বাংলা চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিনয় অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে প্রিয় একজন ডলি জহুর। তিনি অভিনয় জীবনে সম্মাননা হিসেবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হোন। ১৯৯২ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী 'শঙ্খচিল কারাগার' এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে ২০০৬ সালে 'ঘানি' চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া আরো অসংখ্য পুরস্কারে তিনি ভূষিত হোন। উল্লেখযোগ্য ছবি : আগুনের পরশমনি, শঙ্খনীল কারাগার, বিক্ষোভ, দেশপ্রেমিক, দেশদ্রোহী, লাভস্টোরি, দেশপ্রেমিক, শেষ সংগ্রাম, স্বপ্নের ঠিকানা, স্বপ্নের নায়ক, প্রিয়জন, আনন্দ অশ্রু, বিচার হবে, প্রেমশক্তি, চাওয়া থেকে পাওয়া, শুধু তুমি, অন্ধ ভালোবাসা, আমি এক অমানুষ, স্নেহের প্রতিদান, আদরের সন্তান, আসামী গ্রেফতার, বুক ভরা ভালোবাসা, খলনায়ক, আত্মবিশ্বাস, পাগলীর প্রেম, আজ গায়ে হলুদ, অবুঝ দুটি মন, টাকার অহংকার, অন্ধ প্রেম, নয়নের নয়ন, মনে রেখ পৃথিবী, বাবা কেন চাকর, সন্তান যখন শত্রু, মৃত্যু কত ভয়ঙ্কর, সাথী তুমি কার, টপ টেরর, টপ সম্রাট, অনন্ত ভালোবাসা, মিলন হবে কত দিনে, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, মেঘলা আকাশ, নিরন্তর, রং নাম্বার, সমাজকে বদলে দাও, বাস্তব ইত্যাদি।