বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ক্রমেই মুখর হয়ে ওঠছে নগরী। এছাড়া দিন যত গড়াচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে প্রার্থীদের নির্বাচনী কর্মযজ্ঞ। সেই সাথে মানুষের মধ্যেও বাড়ছে উদ্দীপনা। ২৬ তারিখ প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণামূলক কর্মকান্ড শুরু হয়েছে। কেউ কেউ নিজের অস্তিত্ব জানান দিবেন নির্বাচনী মাঠে। আবার কেউ পুনরায় মানুষের সেবা প্রদানের লক্ষ্য নিয়ে অগ্রসর হবেন সামনের দিকে। তেমনি সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের স্থানীয়দের আস্থার প্রতিক সাবেক কাউন্সিলর মোঃ ফরিদ উদ্দিন হাওলাদার ঘুরি মার্কা নিয়ে এবারেও তিনি অংশ নিচ্ছেন নির্বাচনে।
স্থানীয় সূত্র জানায়, শোষণ শাসনের কাউন্সিলর চান না তারা চান ২৬নং ওয়ার্ড বাসীর কাছের মানুষ। যে এলাকাবাসীর সকল নাগরিক সমস্যা দূর করে উন্নত ও আধুনিক ওয়ার্ড উপহার দেওয়ার সর্বত্বক প্রচেষ্ঠাসহ করবে অক্লান্ত পরিশ্রম। এক্ষেত্রে নগরীর ২৬ নং ওয়ার্ড এলাকার সর্বস্তরের মানুষের মুখে বারংবার উঠে আসছে একটি নাম এবং যাকে ওই ওয়ার্ডের সকল শ্রেনীর মানুষ ভালোবাসে তিনি হলেন বার বার নির্বাচিত সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন হাওলাদার। তিনি একজন সফল জনপ্রতিনিধিত্ব হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করছেন। ওয়ার্ডবাসীর সুবিধা-অসুবিধায় তিনি সর্বদাই একধাপ এগিয়ে রয়েছেন। তার নানাবিধ মানবিক কর্মকান্ডে ইতিমধ্যেই তিনি একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিতি লাভ করেছেন।ওয়ার্ডবাসীর ভাগ্যয়োন্ননে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। ইসলামের শান্তি প্রতিষ্ঠা ও খেদমতেও বারংবারই একধাপ এগিয়ে তিনি। সমাজের সেবামুখী প্রত্যেক ইতিবাচক কর্মকান্ডে তাকে সক্রিয় অবস্থানেই দেখা যায়। এলাকার মানুষের আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলে সর্বাগ্রে ফরিদ উদ্দিনের নামটিই প্রথমে উঠে আসে। তিনি তার জীবনের গুরুত্বপূর্ণ সময় মানুষকে সেবার মধ্য দিয়ে কাটিয়ে যাচ্ছেন। সমাজের সেবামুখী প্রত্যেক ইতিবাচক কর্মকান্ডে তাকে সক্রিয় অবস্থানেই দেখা যায়। তিনি শুধু এই এলাকায়ই নয়, নিজের সর্বোচ্চ সাধ্যমত বিভিন্ন স্থানের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রায় সময়ই প্রশংসা কুড়িয়ে চলেছেন। তার এসব কর্মকান্ড অব্যহত থাকুক। তিনি কাউন্সিলর নির্বাচিত হয়ে আমাদের পাশে থাকলে এলাকার উন্নয়ন হবে।
একান্ত আলাপকালে কাউন্সিলর মোঃ ফরিদ উদ্দিন হাওলাদার বলেন, জনগণের সুবিধা- অসুবিধায় সার্বক্ষনিক পাশে থাকার চেষ্টা করি। দুইবার ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছি এবং বাকি জীবনটা মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই। বর্তমানে ওয়ার্ডটিতে রাস্তা ঘাটের চেয়েও মারাত্নক সমস্যা জলাবদ্ধতা তাই নির্বাচিত হলে ওয়ার্ডের নানাবিধ সমস্যা সমাধানে মানুষের ভোগান্তি লাঘবে আমার প্রচেষ্টা থাকবে সর্বোচ্চ।
তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বর্তমান কাউন্সিলরের কর্মীরা আমাকে ও আমার সমর্থকদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদান করেছেন। তবে তিনি সেটিকে প্রতিবন্ধকতা মনে না করে জনগণের ভালবাসাকে শক্তিতে রুপান্তরিত করে সামনের দিকে অগ্রসর হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচিত হলে ওই ওয়ার্ডে পানি, রোড-লাইট, বিদ্যুৎ , রাস্তা-ঘাট,ড্রেনেজ ব্যবস্থা অনুন্নত থাকায় এসব সমস্যা সমাধানের মাধ্যমে মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে দিবো। এবারে নির্বাচিত হতে পারলে এসব সমস্যা নিরসনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমি শতভাগ আশাবাদী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওয়ার্ডের মানুষ তাদের ভালবাসার প্রতিফলন ঘটিয়ে আমাকে ঘুরি মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করছি।