”জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করার মাধ্যমই বিট- পুলিশিং বিএমপি কমিশনার মহোদয়।

আজ ০১ সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ বন্দর থানাধীন ৯ নং টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদ বরিশালে বিট পুলিশিং কার্যালয় শুভ উদ্বোধন উপলক্ষে মাননীয় পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) জনাব মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্টুন-পায়রা উড়িয়ে, বিট-পুলিশিং কার্যালয় উদ্বোধন শেষে বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সত্যিকারের জনগণের পুলিশ হওয়ার প্রত্যয় নিয়ে মুক্তিযোদ্ধা, কৃষক-শ্রমিক, মেহনতী মানুষের আকাঙ্খা বাস্তবায়নের লক্ষ্যে নিরাপদ সমাজ ব্যবস্থা বিনির্মানে পুলিশ ও জনগণের অংশীদারিত্বের ভিত্তিতে আধুনিক পুলিশিং কার্যক্রমই হচ্ছে বিট-পুলিশিং। জনগণের সেবাদানে থানা যেমন আশ্রয়স্থল, তেমনি প্রতিটি বিট- পুলিশিং কার্যালয় একেকটা সেবা স্থল।
প্রতিটি বিট এলাকায় যদি নিষ্ঠার সাথে দুর্নীতিমুক্ত, নির্ভেজাল সেবা দিতে পারি অপরাধ সংগঠনের আগেই জনসম্পৃক্ততা নিয়ে অপরাধীর বিরুদ্ধে সত্যিকারের প্রতিরোধ গড়তে পারি তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের সর্বস্তরের জনগণের একমাএ আস্থাভাজন পুলিশ হতে পারবো। তিনি আরও বলেন, দুর্নীতিগ্রস্ত কতিপয় পুলিশ রয়েছে আমরা সেই পুলিশ চাই না, আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার জনবান্ধব পুলিশ, বঙ্গবন্ধুর স্বপ্নের পুলিশ দেখতে চাই। কারো বিরুদ্ধে কোনো অপেশাদারিত্বের অভিযোগ পেলে তাকে ছাড় দেয়া হবে না। কৃষক-শ্রমিক মেহনতি মানুষের ঘাম ঝড়ানো টাকায় আমরা বেতন রেশন সহ সকল সুবিধা ভোগ করে থাকি,আর তাই সেই জনগণের সেবা নিশ্চিত করতে আমরা অঙ্গিকার বদ্ধ। তাই সর্বদা নিজেকে রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে নিজেকে পরিপূর্ণ সেবক হিসেবে নিয়োজিত রেখে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কোথাও কোনো পুলিশ অনিয়ম করছে কিনা তা জানতে বিভিন্ন অভিযোগ মাধ্যম সহ প্রতিটি থানায় প্রতিমাসে ওপেন হাউজডে’র ব্যবস্থা নেয়া হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অঙ্গীকারবদ্ধ, জনগণকে সাথে নিয়ে জনবান্ধব পুলিশ উপহার দিতে চাই।তাছাড়া মাননীয় আইজিপি মহোদয় এ বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এই বিট-পুলিশিং সেবার মাধ্যমেই জনগণ তাঁর কাঙ্ক্ষিত সেবা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (বিএমপি) জনাব প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) জনাব মোঃ জুলফিকার আলী হায়দার, সভায় সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার দক্ষিণ (বিএমপি) জনাব মোঃ মোক্তার হোসেন (পিপিএম)সেবা, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন প্রসিকিউশন) জনাব মোহাম্মদ আকরামুল হাসান, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার জনাব মোঃ আব্দুল হালিম, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী পুলিশ কমিশনার বন্দর থানা (বিএমপি) প্রকৌশলী জনাব মোঃ শাহেদ আহমেদ চৌধুরী। এ সময়ে আরও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ বন্দর থানা বিএমপি সহ অন্যান্য অফিসার বৃন্দসহ সমাজের গন্যমান্য সুধি জনেরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *