চোরাই রিক্সা ও ভ্যানের যন্রাংশ পাওয়া গেছে নাফিসা মটরস এর গোডাউনে

গতকাল মঙ্গলবার ২৮/৭/২০২০ তারিখ নাফিসা মটরস এর গোডাউন থেকে বিপুল পরিমান চোরাই রিক্সা ও ভ্যানের যন্রাংশ পাওয়া গেছে। গোপালগঞ্জ শহর হতে চুরি যাওয়া রিক্সা ভ্যানের খন্ড খন্ড যন্রাংশো গুলো যে সব মালিকের রিকশা চুড়ি হয়েছে তাড়া সংবাদ পেয়ে নাফিসা মটরস এর গোডাউন তাদের তাদের খন্ড খন্ড যন্রাংশ দেখে সনাক্ত করেছে।

এতে সাধারন শ্রমিক সরব শান্ত হয়ে গেছে। এ ব্যাপারে সাথী বেগম বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেন উল্লেখ যে, সদর থানায় এস আই রাজু আহম্মেদ ও সাংবাদিক বৃন্দের উপস্থিতিতে এ সব মালামাল সনাক্ত করা হয়। অভিযুক্ত নাফিসা মটরস এর মালিক সহ যারা এ চোরাই কারবারের সাথে জরিত তাদের দৃষ্টান্ত মূলক বিচার হোক যাতে কোন নিরীহ শ্রমিকদের পথে বসতে না হয়। এ ব্যাপারে জেলা প্রশাসক মহোদয় ও পুলিশ সুপার মহোদয়ে দৃষ্টি আকর্ষণ করছি।সভাপতি রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন গোপালগঞ্জ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *