চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা : রোগীদের সাথে প্রতারণা করায় একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ সাদিকুর রহমান নেতৃত্ব রবিবার ১ নভেম্বর দুপুর ২ টার সময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় রোগীদের সাথে প্রতারণা করা, ভুল তথ্য দেওয়া এবং হাসপাতাল কতৃপক্ষের নিষেধ থাকা সত্ত্বেও গণ উপদ্রব করার অপরাধে চুয়াডাঙ্গা সদর বেলগাছী মুসলিম পাড়ার আশু স্বর্ণকারের ছেলে মোঃ জুয়েল রানা(৩০) কে দন্ডবিধি ১৮৬০ এর ১৯১ ধারায় ১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। উক্ত সময় উপস্থিত ছিলেন দুদক কুষ্টিয়া অফিসের প্রতিনিধি। সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী, অফিস সহায়ক মোঃ আরমান আলী এবং সদর থানার পুলিশ সদস্যরা।