চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজারে ভ্রাম্যমান আদালতে মুখে মাস্ক ও অত্যাবশকারী পন্য বিক্রয় করার ৫জন কে পাঁচ হাজার আটশত টাকা জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ডিঙ্গেদহ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা কালে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৪ জন ব্যাক্তিকে ১৮০০ টাকা এবং অত্যাবশকীয় পন্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারা লঙ্ঘন করার অপরাধে এক জনকে ৪,০০০ টাকা জরিমানা করা হয়েছে।আজ মঙ্গলবার ৮ ডিসেম্বর বেলা ১২ টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ সাদিকুর রহমান এর নেতৃত্ব ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৪ জন ব্যাক্তিকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল) আইন, ২০১৮ এর ২৪(১) ধারায় ১৮০০ টাকা জরিমানা করা হয়। এবং একজন ব্যাক্তিকে দোকানে অত্যাবশকীয় পন্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারা লঙ্ঘন করার অপরাধে ৪০০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এছাড়া পথচারী মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ সাদিকুর রহমান বলেন শীত মওসুমে আরও ব্যাপকভাবে সংক্রমণের আশংকা আছে। তাই করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে। সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী, অফিস সহায়ক মোঃ আরমান আলী সহ সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *