আজ দুপুর ২টার সময় এক প্রতিবন্ধী লাইনের উপর দিয়ে হাঠার সময় ট্রেনটি দূরত্ব আস ছিলেন চুয়াডাঙ্গা স্টেশনে থামবে বলে। কিন্তু রেললাইনের উপর দিয়ে মাথা মুছতে মুছতে হাটে নিজ স্হানে যাবার আগেই মোহাম্মদ শাহীন চলন্ত ট্রেনের থাক্কায় মাথায় আঘাত লাগার সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে মারা যায়। শাহীন এজজন প্রতিবন্ধী রেললাইনের পাশে গোসল করে মাথা মুছতে হাটতে, হাটতে রেললাইনের উপর দিয়ে পার হবার সময় চিলাহাটিগামী রকেট এক্সপ্রেস চুয়াডাঙ্গা স্টেশনে থামবে। এদিকে স্টেশন মাষ্টার মিজানুর রহমান জানান, শাহীন এজজন প্রতিবন্ধী রেললাইনের উপর থেকে আশার পথে প্রতিবন্ধী রকেট এক্সপ্রেসের ধাক্কায় পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে। প্রতিবন্ধী শাহীন ঘটনা স্থলে মারা যায়। এলাকা বাসি বলেন, শাহীন একজন প্রতিবন্ধী হওয়ার কারণে রেললাইন পার হতে পারে নাই। সেই কারনে চিলাহাটি রকেট এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা রেল স্টেশনে পৌছানোর আগেই মোহাম্মদ শাহীন চলন্ত ট্রেনের গতির মুখে পড়ে জীবন হারায়।