প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৬:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২০, ৭:২২ অপরাহ্ণ
চুয়াডাঙ্গা বড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই ব্যবসায়িকে জরিমানা
চুয়াডাঙ্গা বড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। আজ বৃহস্পতিবার বৈকাল সাড়ে চার সময় চুয়াডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সাদিকুজ্জমানের নেত্রীত্বে চুয়াডাঙ্গা বড় বাজারে অভিযান চালান। এ সময় কনা বানিজ্যেলয়ে প্লাস্টিকের নেট বস্তায় পেঁয়াজ রাখার অপরাধে এক হাজার টাকা জরিমানা করে। এবং মুদি দোকানের বিভিন্ন মালের বোর্ড ভাঙ্গার কারণে মালের দাম ঠিক মত না বুঝতে পারায় কাওছার স্টোর কে এক হাজার টাকা জরিমানা আদায় করে। এ সময় ইউ এন ও সাহেব সাদিকুজ্জান সরকারি আইন অনুযায়ী এই দুটি দোকানে জরিমানা করা হয় মোট দুই হাজার টাকা, এই সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার এস আই মহব্বত ও শহিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা মার্কিটিং অফিসার। এবং চুয়াডাঙ্গা নীচের বাজারের সভাপতি শাহ আলম, সাধারন সম্পাদক মাফি ও কাঁচামাল আড়ৎ সমিতির বিভিন্ন সদস্যবৃন্দ।চুয়াডাঙ্গা ইউ এন ও সাহেব সাদিকুজ্জুামান ব্যবসাদের মাঝে কিছু উপদেশ মুলক কথা বলেন আপনারা সব ব্যবসায়িকরা মালের রেট সঠিক ভাবে বোর্ডে লিখতে হবে যাতে সব ক্রেতা বুঝতে পারে তাছাড়া কোনও পেঁয়াজ নেটের বস্তায় রাখবেন না,ছালার বস্তায় রাখার জন্য দিক নির্দেশনা দেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত