চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে ৪নাম্বার ওয়ার্ডে কাউন্সিলার পদে শেখ সেলিমের ব্যাপক গণসংযোগ।

 চুয়াডাঙ্গা শহরতলী মসজিদ পাড়ার কৃতি সন্তান এবং সাবেক যুবলীগের কান্ডারী আব্দুল কাদের ভাইয়ের ছোট ভাই। বিশিষ্ট ব্যাবসায়িক ও তরুন প্রজন্মের নয়নের মণি জাতির জনক বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে এবার চুয়াডাঙ্গা ৪নাম্বার ওয়ার্ডে কাউন্সিলার পদে অংশ গ্রহণ করবে। নতুন মুখ হিসাবে শেখ সেলিম তার নিজ এলাকার বয়স্ক ব্যাক্তিবর্গদের এক জায়গায় করেন।

 

এবং এলাকার সকল মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে, কাউস্নিলার পদে সকলের দোয়া নিয়ে ভোটের মাঠে শুভ যাত্রা শুরু করলেন। সেলিম তার বক্তব্য দিতে গিয়া বলেন, বর্তমান তরুণ্যেই বল তারুণ্যে শক্তি এই শ্লোগান সামনে রেখে ভোট করার অঙ্গীকার করে অসহায় মানুষের পাশে দাড়াঁবার শপথ নিলেন।

 

বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কে ডি জি টাল দেশ হিসাবে উন্নয়ন করতে হলে তরুণ প্রজন্মের ছেলেদের দরকার তাই এখন সারা বাংলাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় পৌর নির্বাচনে কাউন্সিল পদে আমাকে ভোট দিয়ে ৪নাম্বার ওযার্ড বাসীর সেবা করার সুযোগ করে আমাকে অবহেলিত ওয়ার্ডবাসির পাশে দাড়াঁবার সুযোগ করে দেওয়া হোক। আপনারা আপনাদের মুলোবান ভোট দিয়ে ৪নাম্বার ওযার্ড বাসীর সেবা করার সুযোগ করে দিন। তাই এলাকার সকল মুরব্বীদের সালাম নিয়ে শুভ্র যাত্রা শুরু করলেন ৪ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী শেখ সেলিম।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *