বুধবার ১১ নভেম্বর সকাল সাড়ে ১০ টার সময় চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা সদর পৌর এলাকায় ৪নাম্বার ওয়ার্ডে নীচের বাজারসহ বিভিন্ন স্থানে মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন চুয়াডাঙ্গা আলোকিত পৌর শহর তৈরী করার কারিগর পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এ সময় ব্যাবসায়ীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করে এবং তাহাদের শারীরিক অবস্থা কেমন আছে তা খোঁজ খবর নেন। এ সময় মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন আমাকে আপনারা কয় এক বছরের জন্য ভোট দিয়ে পৌর মেয়র তৈরী করে ছিলেন। এর মধ্যে আমি যত টুকু পেরেছি, আপনাদের জন্য আমি আমার মত করে চেষ্টা করেছি। একজন মানুষ সবাই কে সব চাহিদা পূরন করতে পারে না, আমিও আপনাদের সব আশা পূরন করতে পারিনি, তবু সবাইকে খুশি করার জন্য চেষ্টা করেছি, তাই আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনার ভাই বা ছেলে হিসাবে ক্ষমা করবেন। আবার যদি আপনাদের মুল্যােবান ভোট দিয়ে আমাকে যদি আর একবার সুযোগ করে দেন। তবে চুয়াডাঙ্গা পৌর শহর কে একটি আধুনিক শহর তৈরী করবো, যদি আপনারা আর একমাত্র আল্লাহ পাক আমাকে সহায়তা করেন। এসময় পৌর মেয়রের সঙ্গে ছিলেন চুয়াডাঙ্গা স্বেচ্ছাসেবক লীগের আবায়হক কমিটির সদস্য মাফিজুর রহমান (মাফি) ও আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।