চুয়াডাঙ্গা পৌর এলাকায় ৫ নম্বর ওয়ার্ডে ৬৮০ ঘনমিটার ধারণ ক্ষমতা সম্পন্ন অভারহেড ট্যাংক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মেয়র জিপু চৌধুরী

“উন্নয়নের ছোঁয়ায় চুয়াডাঙ্গা পৌরসভা” এই স্লোগান গান কে সামনে রেখে চুয়াডাঙ্গা সদর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছাগল ফার্ম পাড়ায় ৬৮০ ঘনমিটার ধারণ ক্ষমতা সম্পন্ন অভারহেড ট্যাংক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ডিজিটাল পৌরসভার রূপকার জনতার সেবক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। মঙ্গলবার ২০ অক্টোবর সকাল ১১ টার সময় ৬৮০ ঘনমিটার ধারণ ক্ষমতা সম্পন্ন অভারহেড ট্যাংক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পানি উন্নয়ন বোর্ডের অফিসার কর্মকর্তা, চুয়াডাঙ্গা সদর উপজেলা উপ- প্রকৌশলী মো: আনিসুর রহমান ও হাফিজুর রহমান কাওছার, পৌরসভার সকল কাউন্সিলার সদস্য বৃন্দ, পনি সুপার আব্দুল রশিদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসেইন জ্যাকি, ইমরান সহ স্থানীয় গন্য মান্য ব্যাক্তি বর্গ। উক্ত উদ্বোধন শেষে এলাকার ব্যক্তিবর্গ বলেন জিপু চৌধুরীর উদ্দেশ্য করে বলেন তুমি আমাদের এলাকর ছেলে বিগত দিনের মতোন তোমার পাশে ছিলাম এখনো থাকবো। তুমি এভাবেই এগিয়ে যাও দোয়া ও শুভকামনা রইল তোমার জন্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *