আজ ১৪ই ডিসেম্বর ২০২০ খ্রি. তারিখে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ উদ্যাপন উপলক্ষ্যে চুয়াডাঙ্গা শহিদ মিনার চত্বরে মোমবাতি জ্বালিয়ে শহিদ বুদ্ধিদিবস পালন করেন। আজ সোমবার সন্ধা ৬ঘটিকার সময় চুয়াডাঙ্গা শহীদ মিনারে পুষ্প অর্পন ও মোমবাতি জ্বালিয়ে বুদ্ধিজীবিদের স্মৃতিস্তম্ভ ও মোমবাতি জ্বালিয়ে বীর শহীদদের সম্মানে পুস্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।এই সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জনার নজরুল ইসলাম সরকার, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুর ইসলাম, এ ডি সি জেনারেল মনিরা পারভীন, অতিরক্তি জেলা প্রশাসক, এম ডি সি আমজাদ হোসেন, সদর ইউ এন ও সাদিকুল রহমান, নির্বাহী ম্যাজেস্ট ফিরোজ হসেন, নির্বাহী ম্যাজেস্ট সুমাইয়া মমতাজ, নির্বাহী ম্যজিস্ট হাফিজুর রহমান, নির্বাহী মঃ শিরিন সরকার, নির্বাহী মঃ জান্নাতুল ফেরদৌসে, চুয়াডাঙ্গা সদর থানা ভারপ্রাপ্ত আবু জিহাদ, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল জোঃ ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকসহ আওয়ামী লীগ ছাত্র লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।